বার্মার মুসলিমদের উপর এই নির্মম হত্যার, নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি। আমি 71 এ বঙ্গবন্ধুর ভাষণ দেখি নাই, যে ভাষণের কারনে আজ গুটা পৃথিবীর মানুষ তাকে মনে করে । জিয়াউর রহমান এর কিছু গাছ লাগানোর কারনে আজীবনের জন্য সৌদি আরবের জনগণ তাকে মনে রাখবে । আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ পৃথিবীর মুসলিমদের কাছে নিজেকে আপনার বাবার মত বিচক্ষণতার প্রমাণ করার । আমি বলবনা আমাদের সেনাবাহিনীর মাধ্যমে যুদ্ধ সংঘটিত করে সমাধান করার,আমরা যুদ্ধ চাই না । যুদ্ধ কারু কামনা নয় শুধু এটুকু বলব যে ভাবে হউক বার্মার মুসলিমদের হত্যা বন্ধ করা হউক । সে জন্য আপনি ব্যক্তিগত ভাবে এই বিষয়টি দেখেন ।
আমরা প্রতি ওয়াক্ত নামাজের সময় দোয়া করি হে আল্লাহ আমাদের মুসলিমদের হেফাজত করুন কিন্তু আজ আমাদের পাশের দেশের মানুষের এই নির্মমতা দেখে আমাদের মনে কি কোন দয়া হয় না ?
আমাদের মুসলমান হিসেবে বলতে লজ্জা হয় যেখানে সৌদি সরকার বার্মার মুসলিমদের থাকার জন্য মক্কার মতো জায়গায় নির্দিষ্ট স্থান করে দেয়া হয় সেখানে আমার পাশের দেশ হিসাবে আমাদের কোন ভুমিকা নেই ? যেখানে এরদোগান এর মত একজন মুসলিম নেতা বার্মার বিষয়ে হস্তক্ষেপ করে আর আমাদের এখন অ জ্ঞান ফিরবে না?
"হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির" (আল্লাহ্ আমাদের জন্য যথেষ্ট ও তিনি অতি উত্তম রক্ষাকর্তা)