প্রোপাইল পিকচার চেঞ্জ করি এবং জঙ্গী বিরোধী পোস্ট করি
-আবছার তৈয়বী
জতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরপরাধ মানুষের জান-মাল বাঁচানো ফরজ। তার চেয়েও বড় ফরজ পবিত্র দীন আল ইসলামের স্বকীয়তা ও সম্মান অক্ষুন্ন রাখা। সব ফরজের বড় ফরজ নিজের ঈমান-আকিদা ঠিক রাখা। জেনে রাখুন- প্রিয়নবী (দরুদ)'র মুহাব্বত ও সম্মান ব্যতিরেকে ঈমান-আকিদা ঠিক থাকে না।
পবিত্র মদীনা শরীফ মুসলমানদের ঈমানের বাড়ি। প্রিয় রাসূলের (দরুদ) পবিত্র রওজা শরীফ মুমিনদের ঈমানের ঘর। ঈমানের সেই বাড়ি-ঘর আক্রান্ত হলে মুমিন মাত্রেরই হৃদয় ক্ষত-বিক্ষত হয়। ঘৃণ্য সালাফী মতবাদে বিশ্বাসী কুখ্যাত আইএসআইএস'র এই ন্যাক্কারজনক হামলায় যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না- জেনে রাখুন, তারা মুমিন নয়। তাদের নামায-রোযা, দাঁড়ি-জুব্বা সবই ভড়ং। মুমিন মুসলমানদের ঘৃণার থুথুতে হাবুডুবু খাওয়া ঘৃণ্য সালাফীরা এখন ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে- বোমা বিস্ফোরণ নয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে! এতে করে সুন্নীমনা কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। অথচ সৌদি গেজেটসহ মধ্যপ্রাচ্যের সকল পত্র-পত্রিকা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রচারিত রিপোর্টগুলো সে কথা বলে না।
এমতাবস্থায় আমরা কী করতে পারি? আমরা প্রিয়নবীর মুহাব্বতে মাত্র এক সপ্তাহের জন্য আমাদের প্রোফাইল পিকচার সবুজ গম্বুজের ছবি দিয়ে পরিবর্তন করে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করতে পারি। আমরা যারা লিখতে জানি- তারা ঘৃন্য সালাফীবাদ ও কুখ্যাত আইএসআইএস সহ সকল জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে তাদের স্বরূপ উম্মোচন করে পোস্ট করতে পারি। আর যারা লিখতে পারি না- তারা অন্যের লেখাগুলো শেয়ার এবং কপি-পেইস্ট করে নিজেদের টাইমলাইন ও বিভিন্ন পেইজ এবং গ্রুপে পোস্ট করতে পারি। আমি আমার সকল পাঠক/পাঠিকা এবং ঈমানদার মুসলমান ভাই-বোনদের আহ্বান জানাবো-আপনারা সকলেই এই কাজটি করে প্রিয় রাসূলের (দরুদ) ভালোবাসার পরিচয় দিন এবং তাঁর শাফায়াতের ভাগীদার হোন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
তারিখ: ০৫ জুলাই, ২০১৬ খৃ.
রাউজান, চট্টগ্রাম।