লেদা ইবনে আব্বাস মাদ্রাসায় ‘ক্বেরাত প্রতিযোগিতা’
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান লেদা ইবনে আব্বাস (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার দিন ব্যাপী ‘ক্বেরাত প্রতিযোগিতা’ ৩ আগস্ট জামে মসজিদে অনুষ্টিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদ এতে সভাপতিত্ব করেন।
শিক্ষা বিভাগের মাওঃ হারুনের উপস্থাপনায় অনুষ্টিত প্রতিযোগিতায় কুতুবখানা ও হেফজ বিভাগের ২১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিচারকের দায়িত্ব পালন করেন লম্বাবিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওঃ খাইরুল বশর ও লেদা ইবনে আব্বাস (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ জামাল হোছাইন। সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ৯টায়। এতে জমাতে পঞ্জুমের ছাত্র কম্বনিয়াপাড়া শামসুল আলমের পুত্র মোঃ রফিক প্রথম স্থান, জমাতে হাস্তমের ছাত্র পশ্চিম পানখালী হাফেজ নুরুল আমিনের পুত্র মোঃ হারুন ২য় স্থান, হেফজ বিভাগের ছাত্র পশ্চিম পানখালী হাফেজ আনুয়ারুল ইসলামের পুত্র মোঃ আনস ও জমাতে হাস্তমের ছাত্র ঝিমংখালীর আবদুল মালেকের পুত্র আনুয়ারুল ইসলাম যৌথভাবে ৩য় স্থান লাভ করে। অনুষ্টানে প্রতিযোগিতায় বিজয়ীদের এবং বিশেষ অবদানের জন্য শিক্ষকদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়েছে।
বার্ষিক এই দ্বীনি মাহফিলে মাদ্রাসার সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লী, মুরুব্বী ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদ (০১৮৭৪৬২২৩৮০) জানান, বিশুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে শিক্ষা বর্ষের শুরুতে প্রতি বছর এধরণের আন্তঃ মাদ্রাসা ‘ক্বেরাত প্রতিযোগিতা’ অনুষ্টানের আয়োজন করা হয়। ##