বলেছেন: @ শায়েরী ভাই, আমেরিকার অ্যারিজোনা প্রদেশ ভিত্তিক ফরএভার লিভিং কোম্পানী বিশ্বের সর্ববৃহৎ অ্যালোভেরা উৎপাদক এবং অ্যালোভেরা পণ্য প্রস্তুতকারক। ওরা প্রায় ৫,০০০ একর জমিতে অ্যালোভেরা চাষ করে। বিশ্বের অ্যালোভেরা চাষের প্রায় ৮০% নিয়ন্ত্রণ করে ফরএভার লিভিং। ওরা প্রায় ২০০+ পণ্য তৈরী করেছে অ্যালোভেরা থেকে। অ্যালোভেরা মানুষের শরীরের জন্য যে কতটা উপকারী তা নিয়ে গুগলে সার্চ দিলে হাজার হাজার তথ্য বেরিয়ে আসবে।
ফরএভার ১৯৭৮ সালে যাত্রা শুরু করে বিশ্বের ১৪৯ টি দেশে ওদের অ্যালোভেরা পন্য বিক্রয় করে থাকে। বাংলাদেশেও ওদের বিক্রয় কার্যক্রম চালু আছে যা গত বছর থেকে শুরু হয়েছে। ওদের অফিস বনানীতে। শুধুমাত্র কোম্পানীর নিযুক্ত ডিলার দ্বারা পন্য বিক্রয় হয়ে থাকে বিধায় কোন খুচরা দোকানে ফরএভারের পণ্য পাওয়া যায়না।