মহান আল্লাহর গজব থেকে বাচার উপায় অনুতপ্ত মনে তাওবা করা, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক,,,,,,,,,, ,,,,,, বাংলাদেশ আবহাওয়া অধি দপ্তর থেকে বারংবার সর্তক করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে প্রিয় জন্ম ভূমি বাংলাদেশে ঝড়-তুফান ও প্রলয়ংকারী ঘূর্ণী বাতাসের মতো বড় ধরণের কিছু একটা ঘটে যাওয়ার আশংকা দেখা দিয়েছে কিন্তু দূর্ভাগ্য জনক হলেও সত্য যে, দূর্ঘটনার ব্যাপারে বারবার সতর্ক করা হলেও প্রতিকারের কোন পথ দেখানো হচ্ছেনা ৷ অথচ দেড় হাজার বছর পূর্বেই মহান আল্লাহ তা'আলা উপযুক্ত প্রতিকারের দিক নির্দেশনা দিয়েছেন ৷ কুরআন শরীফের ৮ নং সূরার ৩৩ নং আয়াতে তিনি বলেছেন " কোন জাতি কে ক্ষমা প্রাথর্ণা কালীন তিনি কখনো আযাব দিবেননা ,, উপরুক্ত আয়াত দ্বারা স্পষ্ট প্রতিয়মান যে, যে কোন প্রকার আযাব বা গজব কে রোখে দেয়ার মত একমাত্র উপায় হলো মানব জাতির তাওবা-ইস্তিগফার, তার মানে হলো স্ব স্ব কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'লার শাহী দরবারে কায়ো মনোবাক্যে ক্ষমা প্রাথর্ণা করা ৷ শারেহুল হাদীছ আল্লামা মুল্লা আলী ক্বারী (রহঃ) এর বর্ণনা মতে মানবের গুনাহ বা পাপরাশি সাধারণত দুই প্রকার ১৷ যা শুধু মহান আল্লাহ তা'আলার সাথে সম্পৃত্ত,২৷ যা সৃষ্টি কুলের সাথেও সম্পর্ক রাখে , প্রথমোক্ত গুনাহের তাওবার জন্য তিনটি শর্ত অপরিহার্য ১৷গুনাহ ত্যাগ করা, ২৷কৃতগুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া ৩৷ ভবিষ্যতে পুনরায় না করার মানসিক সিদ্ধান্ত নেয়া ৷ দ্বিতীয়োক্ত গুনাহের তাওবার জন্য অতিরিক্ত আরেকটি শর্ত আছে তা হলো- যার প্রাপ্য তাকে আদায় করে দেয়া এবং তার থেকেও ক্ষমা চেয়ে নেয়া ৷ উপরিউক্ত বর্ণনা দ্বারা বুঝা গেল বর্ণিত শর্ত সমূহ পালন পূর্বক মহান আল্লাহ তা'আলার পাক দরবারে ক্ষমা প্রাথর্না করার নাম তাওবা-ইস্তিগফার৷ মহান প্রতাপশালী আল্লাহ তা'লার দেয়া অঙ্গীকার মতে এভাবে যতদিন মানুষ তাওবা-ইস্তিগফার করতে থাকবে ততদিন সকল প্রকার আযাব আর গজব থেকে নিরাপদ থাকতে পারবে ৷ এতদসত্যেও কোন বিপদ যদি পরিলক্ষিত হয় ,ধরে নিতে হবে উক্ত বিপদে মানব কুলের জন্য কল্যাণ নিহিত আছে যা সাময়িক ভাবে সর্বসাধরণের বোধগম্য নয় ৷ বর্তমান পরিস্থিতিতে সরকার কর্তৃক সতর্ক কৃত আসন্ন বিপদের ব্যাপারে সম্ভাব্য সকল প্রস্তুতির পাশাপাশি আমাদের করণীয় হবে আমরা মহান আল্লাহ তা'আলার আগণিত অনুদানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বপ্রকার পাপরাশি পরিত্যাগ পুর্বক নিয়মিত তাওবা-ইস্তিগফার করতে থাকি ৷ ইনশাআল্লাহু তা'আলা মানব জাতির প্রকৃত তাওবার কারনে সকল বিপদ-আপদ দূরীভূত হবে ৷ উপহার হিসেবে নিরাপদ জীবন পুরস্কার দেয়া হবে ৷ মহান আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না ৷