মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক = প্রিয় ছাওয়াব প্রত্যাশী ভাই ও বোনেরা দেখুন! আল্লাহ তা’আলা কতো বড় দয়াবান ৷ মাত্র তিন থেকে পাঁচ মিনিট খরচ করে দুই রাকাত নফল (ইশরাকের) নামায পড়লে পরিপূর্ণ একটি হজ্জ ও একটি ওমরাহ’র ছাওয়াব তার আমলনামায় লিখে দিবেন মহান আল্লাহ ৷ ‘সুবহানাল্লাহ!’ দুর্বল বান্দা-বান্দীর জন্য কতো সহজ করে দিয়েছেন জান্নাত ৷ মাত্র পাঁচ মিনিটের বদলে হজ্জ ও ওমরাহ’র মতো বিশাল ছাওয়াব দিবেন মহান প্রভু আল্লাহ তা’আলা ৷ হাদীস শরীফে হযরত আনাস (রঃ) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, হুযুরে পাক (সঃ)বলেছেন, ”যে লোক জামাতের সাথে ফজরের নামায পড়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তা’আলার যিকরে মগ্ন থাকে ৷ অতপর দুই রাকাত নফল (ইশরাকের)নামায আদায় করে তাকে একটি পরিপূর্ণ হজ্জ ও একটি পরিপূর্ণ ওমরাহ’র ছাওয়াব দেয়া হবে ৷”হযরত আনাস (রঃ) বলেন, হুযুরে পাক (সঃ) এটিও বলেছেন ,’পূর্ণ হজ্জ ও পূর্ণ ওমরাহ,পূর্ণ হজ্জ ও পূর্ণ ওমরাহ, পূর্ণ হজ্জ ও পূর্ণ ওমরাহ ‘(তিনবার) ৷ তিরমিযী শরীফ, খ ১,পৃ, ১৩০,হদীস নং ৫৭৬ ৷