যে মেয়েটি পরীক্ষার আগে পড়তে বসতে গিয়েও আপনাকে ফোন দিয়ে বলে,

যে মেয়েটি পরীক্ষার আগে পড়তে বসতে

যে মেয়েটি পরীক্ষার আগে পড়তে
বসতে গিয়েও আপনাকে ফোন দিয়ে
বলে, "আমি তোমার সাথে কথা বলতে পারছি
না, সময় দিতে পারছি না,
তাই বলে তুমি আবার অন্যকোনো
মেয়ের সাথে কথা বলো না, কোনো মেয়ের
সাথে চ্যাটিং করো না প্লিজ!! এইতো আর
কয়টা দিন, তাই আমি ফ্রি
হয়ে যাবো ❤
.
যে মেয়েটি আপনার মেসেজ এর রিপ্লে
একটু দেরী হলেই চিল্লাপাল্লা শুরু করে
দেয়, চ্যাট টার্ন অফ করতে বলে...
ফোন করে নিজে থেকেই আপনাকে
বার বার গান শোনাতে চায়, গানের
মাঝেই কায়দা করে তার অনুভূতি গুলো
বুঝিয়ে দিতে চায়় ❤
.
যে মেয়েটি পারুক বা না পারুক,
নিয়মিত আপনাকে নিয়ে কবিতা লিখতে চায়।
আপনি সেই ভাঙা ভাঙা তিন
চার লাইন কবিতা টাইপ লেখা গুলো
পড়ে জাস্ট একটু মুচকি হাসি দেন,
মেয়েটি আপনার সেই হাসিটুকুতেই খুশি
হয়ে যায়...নতুন আরেকটি কবিতার লাইন মাথায়
আনার চেষ্টা করে..
.
যে মেয়েটি ঝগড়ার কিছুক্ষণ পরই দোষ
যারই থাকুক নিজে থেকে যেচে এসে কথা
বলে বলে আপনার রাগ কমাতে চায়,
সব কিছু আগের মত ঠিকঠাক করিয়ে
নিতে চায় ☺
.
যে মেয়েটি আপনি না খেয়ে আছেন
শুনে অস্থিরচহয়ে যায়...খাওয়ার জন্য সম্ভব
হলে তখনই অল্প হলেও আপনার বিকাশে টাকা
পাঠিয়ে দেয়,
আপনার যেকোনো প্রকার শরীর
খারাপ হলে যার কন্ঠ নিমেষেই একদম অসহায়
হয়ে যায় ☺ ়
.
যে মেয়েটি তার সাথে ঘটে যাওয়া
মজার অথবা কষ্টের ব্যাপার গুলো
সবার আগে আপনার সাথে শেয়ার করে
আপনাকে প্রশ্ন করতে করতে
জ্বালিয়ে মারে, যেকোনো সময়
সামান্য ঝগড়া হতে নিলে, আপনার
রাগী কণ্ঠস্বর শোনার সাথে সাথে যে মেয়েটি
চুপ হয়ে যায়...
.
যে মেয়েটি আপনাকে হারানোর ভয়ে
ভীত থাকে সব সময়...যে মেয়েটি
একবারের জন্য হলেও আপনার জন্য চোখের জল
ঝড়িয়েছে ☺
.
এমন মেয়েদের প্লিজ কেউ কষ্ট দিবেন
না। ভুলেও হারিয়ে যাওয়ার চিন্তা
করবেন না। এই মেয়ে গুলো আপনাকে
ঠিক কতটা ভালবাসে, আপনি তা কল্পনাও করতে
পারবেন না। পাথরে খোদাই করে লিখে দিতে
পারি, এমন একটা মেয়ে
আপনার পাশে থাকলে, আপনি জীবনে
অনেক বেশি সুখি না হলেও দুঃখী হবেন
না। এই মেয়ে গুলো আপনাকে দুঃখী
হতে দিবে না। যার সুখের মাঝে সে তার নিজের
অস্তিত্ব খুঁজে পায়, তাকে
কি সে দুঃখে থাকতে দেবে, বলুন??
নিজের সর্বস্ব দিয়ে হলেও সে
আপনাকে সুখে রাখতে চাইবে
.
এমন একটি মেয়েকে যদি আপনি
হারিয়ে ফেলেন, সেটা হবে আপনার
জন্য অনেক বড় একটা ব্যর্থতা।
সময় যত গড়াবে, আপনি তত
তার মূল্য হারে হারে টের পেতে
থাকবেন। সে যে আপনার জন্য কি ছিল! সেটা
ভেবে ভেবে অনুশোচনায় পুড়বেন। অনুশোচনায়
পোড়ার যন্ত্রণা
0/5000
من: -
إلى: -
النتائج (الإنجليزية) 1: [نسخ]
نسخ!
She read the test before
you even sit on the phone and
say, "I can not talk to you,
do not give the time,
so that any other that you
do not talk to the girl, a girl
!! Just please do not chatting with and
what time of day so I'm free
❤ will be
.
that she's replay your message
if a little late to start cillapalla
allows you to chat ... turn off
the phone itself, you
often want to hear music, the lyrics
are his feelings within wheels
to explain ❤ caya
.
that she did not want the important information or,
on a regular basis you want to write poems about.
you are the broken three
of the four lines of the poem typed text
to read just a little smile,
she hasitukutei happy that
the new poetry in the head ...
try to ..
.
that she quarrel Shortly afterwards fault
of whoever came uncalled for itself whether
to reduce your anger to want to
make everything as before, just
wants to take ☺
.
that girl you're hungry
... eat at the asthiracahaye possible,
even if only a little bit of money in the development of
send,
with your body in any kind of
bad moment utterly helpless when the vocals, which
are ় ☺
.
that happened to her
or funny enough the
first share with you is
to ask you to
kill and burn , at any time
to be a hassle if you, your
angry to hear that voice, she
becomes silent ...
.
the fear of losing the girl you
are afraid all the time ... that she
was in tears once
☺ jhariyeche
.
please women no one will hurt
not. Forgotten the idea of being lost
, do not. This is the girl you
love just how much you can imagine it,
you can not. Stone to write
, I have a daughter who
is on your side, you have to
be a lot more happy, but sad
not. This girl you are poor
does not mean to be. Happiness is in the midst of his own
existence finds him,
he will stay in sorrow, say ??
With all that, but he's
want to keep you happy
.
If you have a daughter you
've lost, you would be
a great failure for.
Time is scheduled to start as , as you
get to feel its worth at the rate
will be. What was it for you! I
thought purabena regrets. Regrets
the pain of burns
يجري ترجمتها، يرجى الانتظار ..
 
لغات أخرى
دعم الترجمة أداة: الآيسلندية, الأذرية, الأردية, الأفريقانية, الألبانية, الألمانية, الأمهرية, الأوديا (الأوريا), الأوزبكية, الأوكرانية, الأويغورية, الأيرلندية, الإسبانية, الإستونية, الإنجليزية, الإندونيسية, الإيطالية, الإيغبو, الارمنية, الاسبرانتو, الاسكتلندية الغالية, الباسكية, الباشتوية, البرتغالية, البلغارية, البنجابية, البنغالية, البورمية, البوسنية, البولندية, البيلاروسية, التاميلية, التايلاندية, التتارية, التركمانية, التركية, التشيكية, التعرّف التلقائي على اللغة, التيلوجو, الجاليكية, الجاوية, الجورجية, الخؤوصا, الخميرية, الدانماركية, الروسية, الرومانية, الزولوية, الساموانية, الساندينيزية, السلوفاكية, السلوفينية, السندية, السنهالية, السواحيلية, السويدية, السيبيوانية, السيسوتو, الشونا, الصربية, الصومالية, الصينية, الطاجيكي, العبرية, العربية, الغوجراتية, الفارسية, الفرنسية, الفريزية, الفلبينية, الفنلندية, الفيتنامية, القطلونية, القيرغيزية, الكازاكي, الكانادا, الكردية, الكرواتية, الكشف التلقائي, الكورسيكي, الكورية, الكينيارواندية, اللاتفية, اللاتينية, اللاوو, اللغة الكريولية الهايتية, اللوكسمبورغية, الليتوانية, المالايالامية, المالطيّة, الماورية, المدغشقرية, المقدونية, الملايو, المنغولية, المهراتية, النرويجية, النيبالية, الهمونجية, الهندية, الهنغارية, الهوسا, الهولندية, الويلزية, اليورباية, اليونانية, الييدية, تشيتشوا, كلينجون, لغة هاواي, ياباني, لغة الترجمة.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: