টেকনাফ জামিয়ায় ছাত্রদের মোবাইল বর্জনের অঙ্গীকার৷, মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক , ,গত বুধবার টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মিলনায়তনে অধ্যয়নরত ছাত্রদের সাপ্তাহিক তারবিয়তি (চরিত্র গঠন) অনুষ্ঠান চলছিল ৷ বাদ জুহর থেকে আসর পর্যন্ত চলমান উক্ত নিয়মিত অনুষ্ঠানে শিক্ষকগণ ছাত্রদের উদ্দেশ্যে আপন পুত্রের মত করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-আচরণের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৷ সারা বছরের নিয়মিত অনুষ্ঠান হিসেবে গত বুধবার০৫ অক্টোবরও আল জমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কুরআন-হাদীছের আলোকে বক্তব্য রাখেন আল জামিয়ার সিনিয়র মুহাদ্দিছ মাওঃ হাফেজ আব্দুর রহীম ফরাজী ও শিক্ষা বিভাগীয় পরিচালক মাওঃ হাফেজ যাইনুল আবেদীন প্রমূখ ৷ সভাপতির ভাষণে আল জামিয়া প্রধান ছাত্রদের জন্য মুবাইল ব্যবহারের অপূরণীয় ক্ষতি সমূহ বর্ণনা মূলক নসিহত করলে কয়েক জন ছাত্র মোবাইল বর্জনের অঙ্গীকার ঘোষণা করে দাড়িয়ে যান অতপর বড় ছাত্রদের অবস্থা দেখে মাঝারী বয়সের ছাত্রগণও একই অঙ্গীকার প্রকাশ করেন ৷এবং প্রায় ৩৯৫জন ছাত্র কারো বিনা অনুরোধে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় লিখিত অঙ্গীকার প্রদান করেন ৷ ছাত্রদের এহেন যুগোপযোগী সিদ্ধান্তে আকৃষ্ট হয়ে আল জামিয়া কর্তৃপক্ষ অঙ্গীকারাবদ্ধ ছাত্রদের জন্য আল জামিয়ার ল্যান্ড ফোন (০৩৪২৬-৭৫১৪১) থেকে ফ্রি ফোন করার অনুমতি প্রদান করেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল কে যথাযথ সুযোগদনের নির্দেশ প্রদান করেন ৷ সর্বশেষে দেশ-ও জাতির মঙ্গল কামনা পূর্বক স্বীয় অঙ্গীকার রক্ষার ব্যাপারে মহান আল্লাহ তা'আলার সাহায্য কামনা করে মুনাজাত করা হয় ৷