কিছু কিছু ভালোবাসা নিষ্পাপ মনের আকুতি
কখনো হৃদয়ের, কখনো বা আবেগে,
কখনও পূর্ণতার বা কখনও শূন্যতার,
ভালোবাসা সব সময় অন্তরে বিরাজমান থাকে,!
কোথাও ক্ষুদ্র বিশ্বাস রুপ নেয়,
আকাশ সমান ভালোবাসার,
আবার কোথাও আকাশ সমান বিশ্বাস
টুকরো কাঁচের মত চূর্ণ হয় একটু অভিমানে,,!!
তবুও জীবন যাচ্ছে সবার কেটে
বয়ে চলা স্রোতের নিয়মে,,,।
তবুও কেনো জানি
মনের আকাশটা গোমভির হয়ে যায় এই নিষ্পাপ আবেগি ভালোবাসার জন্য......!!!