নির্বাচনে কোন বিশৃঙ্খলা হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে
মোসলেহ উদ্দিন, উখিয়া,
উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, উখিয়ার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪জুন যে কোন মূল্যে সুষ্টু, অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচন নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা বা সহিংস ঘটনা ঘটলে এর দায়ভার উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও নির্বাচন সংশ্লিষ্টদের বহন করতে হবে।
উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল রোববার ১১টায় অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথি এ কথাগুলো বলেন। সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, উখিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষতার প্রমাণ করতে হবে। অন্যথায় যে কোন বিশৃঙ্খলার দায়-দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে। কথিত বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিধায় যে কোন ধরনের অপতৎপরতা রোধে কঠোর ভূমিকা পালন করতে হবে।
সভায় উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, নির্বাচনে যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হউক না কেন, পুলিশের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যতটুকু প্রয়োজন ততটুকু আইন প্রয়োগ করা হবে।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভার সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন।
এসময় জনপ্রতিনিধি,রাজনৈতিক,প্রশাসনিক,পুলিশ, সাংবাদিকও অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।